রবিবার, ৬ জুন, ২০১০

পিথিবি বনাম

সিচুয়ান নদীর ধারে

থাই দুকানীদের ভিড়ে

হাঁটছিলাম একা একা

কী এক গভীর অমনোযোগে

ভবছিলাম, হায় পিথিবির কী হবে? পিথিবির কী হবে?

এমুন সুমায় তালবাল ছাড়া এক পাগলা ঘুড়া

ফালাইয়া দিল মোরে এক চৌকস ন্যাজের বাড়িতে

উববুত হইয়া ঝরিয়া পড়িলাম পিথিবির পৈথানে

আপন দাঁত কাটিয়া লইল আপনার জিবল্যাটিকে

কাঁদিয়া উঠিল প্রাণ কী এক গভীর রোদনে,

হায় এখন আমার কী হইবে? এখন আমার কী হইবে?

থাই দুকানিরা সকলই দেখিল, শুনিল কিন্তু কান্নার ভাষা বুঝিতে নারিয়া খকখক হাসিতে লাগিল।

3 মতামত(সমূহ):

অরূপ বলেছেন...

জমলাইতারেন্নাই

saif বলেছেন...

tumar bra jiler bra loiya ekta kopita lekhu

Unknown বলেছেন...

অউ মাই পিথিবি!

একটি মন্তব্য পোস্ট করুন