শহরের সমস্ত বানর একদিন মরে যাবে
এ কথা কেউ জোর দিয়ে বলতে পারছে না
তারপরো মনে হয় বানররা যেহেতু অমর নয়
সেহেতু কোনো না কোনো দিন ওরা মরে যাবেই
খাবেই ভাত অন্ধকার কব্বরের
জব্বর নামের একটা লুক এই ভাবিয়া মনে মনে
খুব মনকলা খাইতে লাগিল। সারাদিন কাউকেই কিছু বলিল না
শুধু রাতের বেলা খেলাধুলার পর বউকে খুব তৃপ্তি নিয়া
এই কথা কহিল। যে বাননেরা মারা যাবে সমস্ত শহরের একদিন
বউ সকাল বেলা পাড়ার লোকদিগকে বলিল
আর পাড়ার লোকেরা সারাদিন অন্যপাড়ার লোকদিগকে বলিল। তাই সন্ধ্যাবেলা জব্বর মিয়া যখন অন্যপাড়ার চাস্টলে বসিয়া এই খবর শুনিল তখন সে বব্বর বনিয়া গেল। যে শহরের সমস্ত বানর একদিন অবশ্যই মারা যাবে।
মঙ্গলবার, ১৮ মে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মতামত(সমূহ):
একটি মন্তব্য পোস্ট করুন