মঙ্গলবার, ১৮ মে, ২০১০

বিশাখা

আমরা ভালবাসি বিশাখার প্রেম
ও অন্তরের সারল্য নয়,
বুকের মৃদুমন্দ ডিম
তৈলাক্ত তেলে ভেজে
ঝালমুড়ি খেতে।
আহারের পর বাহারী ফুলবাগানে
ছুটে যেতে ও ফুল নয়,
উঁচু হয়ে ফুঁসে থাকা
পুচ্ছের মাপজোক কষি বিশাখার।
বিশাখাও কি ভালবাসে না
সর্ষে তেলে মাখা ছাইতান মাছের ভর্তাভাত
ও প্যান্টালুন গলে সাপের মাথায়
বিশাখার হাসিমুখ হাত?

0 মতামত(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন