হয়তো পিস্তল সেভাবেই চেয়েছিল
উত্তম ঘোড়া আর চকচকে চাবুক
ভাবুক মন তার ভেবে রেখেছিল
সোনালি চিকুরের মেয়ে অব্দি
যিনি অরুন্ধুতী রাও নন
নিছকই স্বর্ণকেশী যুবতী।
পিস্তল তার রঙিন ঘোড়ায় চড়ে
সোনালি যুবতীর দুই হাত
মেদহীন পেটে নিয়ে পিঠে
স্বাস্ত্যবতী স্তনের খোচায়
উড়ে যায় দিগিবদিক।
তিনি অরুন্ধুতী রাও নন
নিছকই সোনালি যুবতী
রঙিন পিস্তল আর তার
তেজী ঘোড়ার পিঠে
ছুটছে দিগিবদিক।
0 মতামত(সমূহ):
একটি মন্তব্য পোস্ট করুন