তবে এইসব মিনার্ভার ছেলেরা আমাদের ভাগ্যহত করে দিল
আমরা চেয়েছিলাম অনেক প্রেম আর নিরালায় দুদু খাউয়া
গাংচিল এবং অরুন্ধতী রাওয়ের কাছে প্রেমভিক্ষা
একটু দাও একটু দাও বলে চেঁচানোর মজা
হয়নি। পাগল পার্থ সব ব্যর্থ করে দিল
উ আগেই ভালবেসে রেখে দিয়েছিল অরুন্ধতী রাও আর রেহনুমা
তাই বেলেঘাটায় কোনও সুপারিবাগান আছে কি-না জানি না
তবে মরিশাস উত্তম নগরী
কুনো জিগরি দোস্ত নেই বলে
আধন্যাংটা পিস্তল একা একাই সমুদ্রে গোসল খেলে
আর অন্যরকম ঘুড়া হয়ে নাচে
ভুলুণ্ঠিত সবুজ মেয়েদের গ্রীবায়
ঘন সবুজ বিপ্লবে তার আর মতি নাই
যতি চিহ্নে মুছে যায় চুমুর বিলাপ।
মঙ্গলবার, ১৮ মে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মতামত(সমূহ):
একটি মন্তব্য পোস্ট করুন