মঙ্গলবার, ১৮ মে, ২০১০

সবজি বাগানে একাধিক বিড়াল

একটা নিতুন ক্যাট দীর্ঘদিন প্রহেলিকার ভিতর থেকে
উত্থিত হইয়া এক ডানাবালা ঘুড়ার পিছে
নিজেকে আবিষ্কার করিল। দেখিল পাতে কয়টা হবিস্যির চাল মাত্র পড়িয়া আছে
ডরিয়া ভাবিল এ জীবন বুঝি আর না বাঁচে!
তাই সে ঘুড়ার ন্যাজ ছাড়িয়া দিয়া
গাছের গুড়িতে বসিয়া উথাল পাতাল ভাবিতে লাগিল
ভাবনা তাকে সঠিক পথের সন্ধান দেখাইল না
বরং খোলা মাঠে ছাড়িয়া দিয়া মজা দেখিবার যোগাড় যন্তর করিল
নিতুন ক্যাট ভাবনার এমন বদগতি দেখিয়া কাঁদিয়া কাটিয়া উঠিল
প্রথমে ও.. ও..ও..পরে ওরে ফাদাররে ওরে মাদাররে
ওরে সিস্টার ব্রাদার এভরি এভরি ডেরে...বলিয়া।
ওখান দিয়াই যাইতাছিল এক মিদুল ভট্টাচার্যি
শুধাইল কীরে কী মাকানচুয়ার পুলা কাঁদিতে লাগিচ্ছিস ক্যানে?
নিতুন ক্যাট বলিল, ফাদার দুষ্ট ভয়স্কি পাতে কখান হবিস্যির চাল মাত্র
বলুন তো সারাটা জীবন কি নিয়ে বাঁচি?
মিদুল ভট্টাচার্যি হোহো হাহাহাহা হেসে বলিল, ক্যানে বউ নিয়া বাঁচিবি।
কান্না ভুলিয়া নিতুন ক্যাট বলিয়া উঠিল, উত্তম প্রস্তাব। আফনের বউডা ধার দেবেন বুঝি?
মিদুল ভট্টাচার্যি কী করিবে বুঝিতে না পাইয়া চদু হইয়া
গাছের গুড়ি ত্যাগ করিয়া সরসর করিয়া নামিয়া গেল সব্জি ক্ষেতের ভিতর
যেখানে একাধিক নিতুন ক্যাট কান্না ভুলিয়া হোহো করিয়া হাসিতেছে।

0 মতামত(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন