মঙ্গলবার, ১৮ মে, ২০১০

ঘাসখাওয়া বিড়াল

সত্যিকারের বাঘ কখনো ঘাস খেতে ভালবাসে না
যদিও পিথিমীর যাবতীয় জাতীয় খাদ্যই এখন ঘাস।
তাই ফালতু নিকারাগুয়া মেরে লাভ নেই।
লাভ নেই ফসিল তুলে ফাজিলদের হাসাহাসির খুরাকি দেয়ায়।
দেয়া নেয়ার সিন মডান আমলেই ফুরিয়ে গেছে
পোস্ট মডান আমল খালি নেয়। মানাগুয়াটাকে ফানা ফানা করে মেরে হলদ্যা রঙের ট্যাক্সিক্যাব দৌড়ায়। ম্যাক্সিপরা মেয়েরা আনন্দদায়কভাবে মোচড় দেয় শইল। তাতে তাদের পক্কু দেখা যাক বা না যাক আমাদের মতো ভুদাই বালকেরা গাড়ির মতোই চোখটাকে উঠিয়ে দেয় ম্যাক্সিপরা মেয়েদের বুক্কের ঢালু রাস্তায়। ডাইনে বাঁয়ে না ঘুরিয়ে।
তাই সত্যিকারের বাঘ বলে কিছুই আর নেই।
যা আছে সবই ঘাসখাওয়া বুকবিড়াল।

0 মতামত(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন