মঙ্গলবার, ১৮ মে, ২০১০

ড্রাগন

জানালায় জমে আছে ড্রাগন
আগুনের তৈরি ড্রাগন
আর পাহাড়ের পাদদেশে নদী
মাদাগাস্কার নদী। আমাদের প্রেম
আমাদের মণিমাণিক্যসম প্রেম
গম ক্ষেতের ধূলিতে লুটায়।
ফোঁটায় না কোনো ফুল। শুধু অফুরান ক্ষত
তবু ব্রত গত হয় জীবন সামনে এগোয়
ক্ষত পল্লবিত হয় নতুন আগাছায়
গাছে গাছে ঝুলে আগুনে ড্রাগন
জমে থাকে জানালায় মুখ মানুষের
ফানুস উড়াবার সাধ আজন্মের
আহা পারো না মাদাগাস্কার নদী আমার
এত্ত এত্ত প্রেম দিতে?
সুধাময়? আরো পবিত্র?
জানালায় জমে আছি ড্রা........গ.........ন.......

0 মতামত(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন