মঙ্গলবার, ১৮ মে, ২০১০

চুনিয়া

মুনিয়া পাখির বাচ্চার চেয়েও ছোট্ট চুনিয়া
আরো ছুট্টনি চুনিয়া কটেজ। কটেজের গ্যাটিজে ঝালতরকারি ছিল না বলেই সামনে ছিল কিছু সিন আর সিনারি পিরাকৃতিকভাবেই আঁকা। ফাঁকায় ছিল কিছু বন্য গাছ দাঁড়িয়ে, হাত বাড়ানোর ভঙ্গিতে ছিল না কোনো মান্দি যুবতী। ফলে চান্দি ফট্টাশ ভঙ্গিতে নিজেকে নিয়ে নিজে অযথাই ছাইপাশ গু মুত খেয়ে দাঁড়ালেম হে প্রিয়তমা, তুমার ভালবাসা না খেলেই যে আজ আর চলছে না।
বলছে না কোনো কথা হৃদয়, আপনা থেকেই। হেসে উঠছে না কোনো জলো হাসতামশায়।
তাই হে মুনিয়ার ছোট মেয়ে চুনিয়া, তুমার হৃদয়ের গভীরে খুব গোপনে ছড়িয়ে ছিটিয়ে ধানক্ষেত আর শাল বনক্ষেতে ছবি তুলি ঘপাঘপ। চুপচাপ খেয়ে যাই একে অন্যের হার্দিক ধান। মাষকালাই শুয়ারের পিটুলি-ওয়ানগালা।

0 মতামত(সমূহ):

একটি মন্তব্য পোস্ট করুন