সবিতা আর ববিতা দুই বোন
তারা ভালোবাসে পিথিবীর নকল জীবন
আমি তাদের বলিলাম, শোনো সবিতা শোনো ববিতা
কেন তুমরা ভালোবাসো পিথিবীর নকল জীবন?
তাহারা কুনো উত্তর করিল না, শুধু কিটিকিটি হাসিল
আমি বলিলাম হাসিবে না। উত্তর করো জলদি
তাহারা উত্তর করিল না তবু
হাসিতেই থাকিল শুধু।
হিহিহি ফিফিফি হিহিহি ফিফিফি
আমি মিজাজ রাখিয়া খাইতে পারিলাম না
ঈষদুষ্ণ ধমক কষাইয়া দিলাম
তাহারা ধমক খাইয়া হাসিয়া গড়াইয়া পড়িল
আমিউ নিজের আহাম্মুকি ধরিয়া ফেলিয়া
হাসিয়া ফালাইলাম এবং ভালোবাসিয়াউ
কিন্তু তাহারা হামাক ভালোবাসিল না
শুধু হাসিয়াই গেল চিরকাল।
সবিতা আর ববিতা ছিল দুইবোন
তাহারা ভালোবাসে পিথিমীর নকল জীবন।
আমরা ঘাস খাই তাহারা ভাত খায়।
মঙ্গলবার, ১৮ মে, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মতামত(সমূহ):
একটি মন্তব্য পোস্ট করুন